শেষপর্যন্ত"" অধীরেই" ভরসা কংগ্রেস হাইকমান্ডের

শেষপর্যন্ত”” অধীরেই” ভরসা কংগ্রেস হাইকমান্ডের

নিউজ ডেস্ক , ১০ সেপ্টেম্বর :  ফের অধীর চৌধুরীর উপর ভরসা রাখলো কংগ্রেস হাইকমান্ড। রাজ্যে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে বুধবার রাতে অধীর বাবুর নাম ঘোষনা করা হয়। উল্লেখ্য গত ৩০ শে এপ্রিল প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এরপর প্রায় একমাস ফাঁকা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ার। অবশেষে অধীর চৌধুরী কে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল, বিজেপির মতো দলগুলি যখন সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ব্যাস্ত তখন নেতৃত্বের অভাবে দিশাহীনতায় ভুগছিলো কংগ্রেস কর্মী সমর্থকেরা।

অধীর বাবু দ্বায়িত্ব নেওয়ায় খুশী কংগ্রেস কর্মীরা। কট্টর মমতা বিরোধী বলে পরিচিতি রয়েছে অধীরের,পাশাপাশি কংগ্রেস ও বামেদের সঙ্গে জোট গঠনের পক্ষপাতী তিনি। দ্বায়িত্ব ভার নেওয়ার পর রাজ্য রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা কী হবে তার চাবিকাঠি এখন অধীর রঞ্জন চৌধুরীর হাতেই। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন,”বুধবার রাতে অধীর চৌধুরী কে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। আমরা খুশী। তাঁর নেতৃত্বে দল শক্তিশালী হবে।”

 

 

Next Post

সেঞ্চুরি করলেন রোনাল্ডো

Thu Sep 10 , 2020
নিউজ ডেস্ক :  বিরল নজির গড়লেন রোনাল্ডো। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে একশো গোলের নজির গড়লেন ‘সি আর সেভেন’ পেলে-মারাদোনা-মেসি যা করতে পারেননি তা করে দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CristianoRonaldo)। দেশের জার্সিতে রোনাল্ডোর গোলের সংখ্যা ১০১। এরই পাশে পেলের গোলসংখ্যা ৭৭, মেসির ৭০, মারাদোনার অনেকটাই কম। যদিও সব ঠিকঠাক […]

আপনার পছন্দের সংবাদ