নিউজ ডেস্ক ,ইটাহার , ০৬ অক্টোবর : টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইটাহার ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বন্যার ফলে ঘর বাড়ী ও কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। বহু মানুষ আশ্রয় নিয়েছেন জাতীয় সড়কের ধারে।
এমতো অবস্থায় বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর মোশারফ হুসেন। মঙ্গলবার তিনি মারনাই ও কাপাশিয়া অঞ্চলের কাশিকুড়ি, বগডুমা, বিস্টুপুর, টেপোর, বীরনগর, বিস্টুপুর সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে জলবন্দী সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি যথাযথ সাহায্যের আশ্বাস দিয়েছেন। এদিন তিনি নিজ উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী এবং ত্রিপল বিলি করেন।