নিউজ ডেস্ক , ২৬ ডিসেম্বর : করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্বজুড়েই। যার মাশুল এখনও দিয়ে চলেছে সারা বিশ্ব। করোনা আবহে আমূল ক্ষতি হয়েছে বিশ্বের অর্থনীতিতে। কিন্ত কোভিড খুব বেশি প্রভাব ফেলতে পারেনি চিন দেশের অর্থনীতিতে। অতিমারির ছায়াকে টপকে ২০২৮ সালেই আমেরিকাকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসবে চিন।
নিজেদের রিপোর্টে এমনই পরিসংখ্যা তুলে ধরলো ব্রিটেনের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘সেন্টার ফর ইকনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ’।ওই রিপোর্টের দাবি, কোভিড অতিমারি চলা সত্ত্বেও ছন্দেই রয়েছে চিনের অর্থনীতি। অন্যদিকে, অনেকটাই ধ্বস্ত আমেরিকার অর্থনীতি। এরফলেই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে লাভবান হবে চিন। কারণ কোভিডের ফলে চিনের বর্তমান মোট অভ্যন্তরীণ উৎপাদনে তেমন হেরফের হয়নি। অন্য দেশের তুলনায় চিন তাড়াতাড়ি অতিমারির প্রকোপ কাটিয়ে উঠতে পেরেছে। মূলত উহান বাদে চিনের অন্য প্রদেশেও তেমনভাবে ছড়ায়নি কোভিড। ফলে চিনের অর্থনীতিতে তেমন প্রভাব পড়েনি।ওই সংস্থা জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৫.৭ শতাংশ আর্থিক বৃদ্ধি ঘটবে চিনের অর্থনীতির। ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত বৃদ্ধির গতি কিছুটা কমলেও, ওই ৪ বছরে অন্তত ৪.৫ শতাংশ করে বৃদ্ধি ঘটবে বলে উল্লেখ করা হয়েছে।অন্য দিকে, আমেরিকার অর্থনীতি সঙ্কুচিত হবে প্রায় ৫ শতাংশ। এই ফারাকই এগিয়ে দেবে চিনকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপান নিজের অবস্থানেই থাকবে। তবে ২০৩০ সালের শুরুর দিকে তাদের টপকে তৃতীয় স্থানে ভারত উঠে আসতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে সংস্থার রিপোর্টে।