আরসিটিভি সংবাদ : বয়স মাত্র ২৪। চরম আর্থিক প্রতিবন্ধকতার মাঝেও আর পাঁচটা ছেলের মত সুস্থ স্বাভাবিক ছন্দেই চলছিল জীবনযাপন। কিন্তু আচমকাই আকাশ ভেঙে পরে মাথায়।
জানা যায় তার ২টি কিডনিই বিকল। রায়গঞ্জ পৌরসভার ২৫ নং ওয়ার্ডের দেবীনগরের বাসিন্দ সত্য রায় ও তার পরিবার এই ঘটনার পর থেকে রীতিমতন মানসিক বিপর্যস্ত হয়ে পরেছেন। জানা যায়, ৩ মাস আগে এই যুবকের অসুস্থ বাবার মৃত্যু হয়। সংসারে এখন মা ও ছেলে। মা করুনা রায় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। বাবার মৃত্যুর পর হঠাৎ অসুস্থ হয়ে পরেন সত্য। প্রথমে সাধারন অসুখ মনে হলেও। ডক্তারি রিপোর্ট হাতে আসতেই পায়ের তলার মাটি সরে য়ায়। এই বয়সে ২টি কিডনিই বিকল!
আরও পড়ুন – দাঁড়িয়ে থাকা বাসে আগুন
প্রথমে মায়ের জমানো টাকায় শুরু হয় চিকিৎসা। কোলকাতার এস এস কে এমে গিয়েও শারীরিক পরীক্ষা করা হয়। ডাক্তার জানিয়ে দেন কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই। ছেলের জীবন বাঁচাতে মা একটি কিডনি দিতে প্রস্তুত। কিন্তু তার জন্য দরকার প্রচুর অর্থ। যা অসহায় গরীব এই পরিবারটির পক্ষে অসম্ভব। এদিকে ছেলের এখনও স্বাস্থ্যসাথী কার্ড হয়নি। যার জন্য ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমান কো-অর্ডিনেটর অসীম অধিকারির কাছে আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে সকলের কাছে সহায়তার জন্য কাতর আবেদন জানিয়েছেন করুনা দেবী। নিজের শারীরিক অসুস্থতার বিষয়ে জানার পর ভেঙে পরেছেন সত্য।
আরও পড়ুন – সেতু সংযোগকারী রাস্তার দাবী
তিনি বলেন এস এস কে এম থেকে ঘুরে এসেছেন। এখন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চলছে চিকিৎসা। কিন্তু এভাবে বেশীদিন চলা দায়। তাই সকলের কাছে সাহায্য চাইছেন সত্য। তার কাতর আর্তি “আমি বাঁচতে চাই”।সত্যর এমন অসহায় অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন তার বন্ধুরা। শেষ সম্বল দিয়ে তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বন্ধুরা। সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।একদিকে সদ্য স্বামীকে হারিয়েছেন করুনা দেবী অন্যদিকে ছেলের এমন করুন অবস্থা৷ তার উপরে নুন আনতে পান্তা ফুরোনোর সংসার! কি ভাবে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তা ভাবতেই চোখের জল বাধ মানছে না অসহায় এই মায়ের।