নিউজ ডেস্ক, ০৪ নভেম্বর : শতাধিক তিমিকে কোনো রকমে উদ্ধার করে সমুদ্রে ফিরিয়ে দেওয়া হল!অভুতপূর্ব ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিন – পশ্চিম এলাকায়। উষ্ণায়নের এই পৃথিবীতে এমন আশ্বর্যজনক ঘটনায় হতবাক বিজ্ঞানীরা।
শ্রীলঙ্কার নৌবাহিনী সুত্রে জানা গিয়েছে,‘উদ্ধার হওয়া সবগুলি তিমিকেই সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে। সংখ্যায় সেগুলি ১০০ থেকে ১২০টার মতো হবে। আটকে পড়া এ তিমিগুলোকে উদ্ধার করে কলম্বোর দক্ষিণে অবস্থিত পানাদুরা সংলগ্ন সমুদ্রে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করতে আশপাশের গ্রামের বাসিন্দারা এককাট্টা হয়েছিল। সেখানে করোনা সংক্রমনের মোকাবিলায় জারি হওয়া নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ঝাঁপিয়ে পড়েন তারা বলে খবর।এই প্রক্রিয়া চলাকালীন ৪ টি তিমি মারা গেছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীরা বলেন, জেলেরা মাছ ধরার সময় হঠাৎ কালো দাগের মতো কিছু একটা দেখতে পায়। এরপরই শ‘খানেক তিমি ডাঙায় উঠে আসে। কেন এটা হল বুঝতে পারছে না কেউই।কারন এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি । তিমির এই অগভীর জলে আটকে পড়ার বিষয়টি বিজ্ঞানীদের কাছে রহস্যের মত লাগছে। সেপ্টেম্বরেও অস্ট্রেলিয়া উপকূলে অগভীর পজলে এসে কয়েকশ তিমির মৃত্যু হয়েছিল। কিন্তু কেন এমন হচ্ছে তা নিয়ে চিন্তা পড়ে গিয়েছেন বিজ্ঞানীরা। এ এবার কোনো অশনিসংকেত নয় তো? ভাবাচ্ছে তাদের।