নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৯ অক্টোবর : হেমতাবাদ ব্লকের ঐতিহ্যবাহী পুজো গুলির মধ্যে অন্যতম হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব। হেমতাবাদ থানা কালীবাড়ি প্রাঙ্গনের এই পুজো এবছর ৭৪ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছর রীতিনীতি মেনে দেবী দুর্গার আরাধনা করার পাশাপাশি বড় পুজো মন্ডোপ ও আলোকসজ্জা করা হয়।
তবে এবছর করোনা আবহের জেরে সমস্ত সরকারি নিয়ম মেনেই পুজো করছেন উদ্যোক্তার৷ ১৯৪৬ সালে শুরু হওয়া এই পুজোয় এবছর থাকছে না তেমন কোনো জৌলুস। পুরোনো ঐতিহ্য বজায় রেখে রীতিনীতি মেনে কেবল পুজো করা হবে। তিনদিক খোলা প্যান্ডেল তৈরির কাজ চলছে। পুজো মন্ডপে ঢোকার আগে মাক্স ও স্যানিটাইজার এর ব্যবস্থা থাকবে। প্রতিবছর অষ্টমীর অঞ্জলী দিতে স্থানীয় দের পাশপাশি পুলিশ, ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিক রাও আসেন এই মন্ডপে। এই বছর সামাজিক দুরত্ব বজায় রেখে অঞ্জলী দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য সুরজিত সেনগুপ্ত। পদাধিকার বলে প্রতিবছর এই পুজোর সভাপতি হন থানার ওসি। এই বছর এই পুজো কমিটির সভাপতি ওসি দিলিপ রায়। সম্পাদক পদে রয়েছেন অরুপ ভৌমিক, শুভ্রনীল গুপ্ত ও অভিক চৌধুরী।
পুজো কমিটির সভাপতি ওসি দিলিপ রায় বলেন, “আনন্দের উৎসবে সরাসরি শামিল হতে পারিনা পেশাগত দায়বদ্ধতার কারণে। তবুও এই পুজোর সাথে থানার পুলিশ ও তাদের পরিবার যুক্ত থেকে সকলের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। এটাই আনন্দের। এই বছর সরকারি নির্দেশিকা মেনেই পুজোর মন্ডপ তৈরি হচ্ছে। পাশাপাশি পুজোর চারদিন করোনা সচেতনতা নিয়ে প্রচার করা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা।