নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর : বদলায় নি উত্তরপ্রদেশ। যেখানে তরুণী গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব গোটা দেশ সেখানে ফের ধর্ষণ কান্ড বাতলে দিল বদল হয় কোনোকিছুরই। ঘটনাস্থল সেই পুরোনো হাথরস।
এবারে নির্যাতনের শিকার চার বছরের এক শিশু। উত্তরপ্রদেশের হাথরসের সাসনি এলাকায় চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তের বাড়িতে হানা দেয় এবং পুলিশের সার্কল অফিসার রুচি গুপ্তের নেতৃত্বে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য এক সপ্তাহ আগে হাথরসেই এক ৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই এক আত্মীয়র বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ আলিগড় জেলায় অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে ওই বালিকাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। এরপর নির্যাতিতাকে চিকিৎসার জন্যে প্রথমে আলিগড়ের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়।