নিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : মঙ্গলবার গুগল ডুডল অভিনেত্রী , নৃত্যশিল্পী জোহরা সাইগাল এবং ১৯৪৬ সালে আজকের দিনে মুক্তি পাওয়া তাঁর সিনেমা “নীচা নগর” এর সাফল্য সেলিব্রেট করলো। এই ছবি প্রথম ভারতীয় চলচ্চিত্র যা আন্তর্জাতিক সমালোচনামূলক সাফল্য পায় এবং কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়। সর্বোচ্চ সম্মান – পামে ডি’অর (Palme d’Or)পুরষ্কারও পায় এই ছবি। ১৯১২ সালের ২৭ শে এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি।
মাত্র ২৮ বছর বয়সে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। দেশভাগের পরে স্বামী কামেশ্বর শেহগালের সাথে জোহরা প্রথমে পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিলেও শীঘ্রই পাকিস্থানের লাহোরে নিজেদেরকে অবাঞ্ছিত লাগে তাদের। তাই মুম্বাই ফিরে আসার সিদ্ধান্ত নেন তারা। এখানে এসে তিনি ১৪ বছর মঞ্চ শিল্পী হিসাবে প্রয়াত পৃথ্বীরাজ কাপুরের নাট্যদলটিতে কাজ করেছিলেন। ছোটো বেলা থেকেই পুতুল খেলার চাইতে আউটডোর গেমস ও গাছে ওঠা পছন্দ করতেন তিনি। তাই টমবয় তকমা জুটেছিলো তাঁর। গ্লুকোমায় আক্রান্ত হয়ে মাত্র এক বছর বয়সে তার বাম চোখে দৃষ্টি হারিয়ে যায়। শীঘ্রই তিনি ইংল্যান্ডে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে করা হয়।
খুব কম বয়সে মাকে হারিয়েছিল তিনি।
বিভিন্ন খাদ্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের টানে খুব কম বয়সে ভারত, ইউরোপ এবং পশ্চিম এশিয়া জুড়ে ভ্রমণ করেছিলেন তিনি। এরপর উদয় শঙ্করের নৃত্যের দলের সাথে মিশর, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে ভ্রমণ করার সুযোগ হয় তাঁর। তিনি কখনও কোনও ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেননি।১৯৯৮ সালে পদ্মশ্রী, এবং ২০১০ সালে পদ্মবিভূষণ সহ বহু প্রশংসা ও পুরষ্কারে সম্মানিত হন তিনি। ২০১৪ সালের ১০ই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জোহরা সাইগেল।