নিউজ ডেস্ক , ০৬ অক্টোবর : রবিবার প্রয়াত হন বর্ষীয়ান বলিউড অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা বিশাল আনন্দ। ২০২০ সালে ফের আরও এক অভিনেতাকে হারালো বলিউড। এই দুঃখের সময়ে প্রয়াত অভিনেতার পরিবার একান্তেই শ্রদ্ধা জ্ঞাপন করেছে। মৃত্যুকালে বিশাল আনন্দ-এর বয়স হয়েছিলো ৮২ বছর।
তার পরিবারের পক্ষে এই বিষয়ে একটি শোক বিবৃতি লেখা হয়েছে। গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। 1976 সালের “চলতে চলতে” ছবির গান আজও প্রিয় সকলের। বিশাল আনন্দ “চলতে চলতে” এবং “ট্যাক্সি ড্রাইভার” সহ ৭০ এর দশকের বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন। তিনি সংগীত পরিচালক বাপ্পি লাহিড়িকে বলিউডে তাঁর বড় ব্রেক দেন। ভীষ্ম কোহলি হিসেবে কর্মজীবন শুরু করলেও জনপ্রিয় অভিনেতা দেব আনন্দ এর বোনের ছেলে হিসেবে “আনন্দ” পরিবারের সদস্য হওয়ায় বিশাল আনন্দ নামেই পরিচিতি লাভ করেন তিনি। অন্যদিকে অভিনেতা তথা ভি জে পূরব কোহলি (VJ Purab Kohli) বিশাল আনন্দের ভাই-পো। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড সেলেবরা।