নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৮ অক্টোবর : নব নির্মিত ইটাহার বাস টার্মিনাসের উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। দীর্ঘদিনের দাবী পূরণ হল ইটাহারবাসীর। এতোদিন পর্যন্ত কোন স্থায়ী বাস টার্মিনাস ছিলো না শহরে। বিধায়ক অমল আচার্য্যের তৎপরতায় বিশাল আকারের বাস টার্মিনাস তৈরী করা হয়েছে। আগামী ১ লা নভেম্বর বাস টার্মিনাসের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
একই দিনে কালিয়াগঞ্জ ব্লকেও একটি নব নির্মিত বাস টার্মিনাস এর আনুষ্ঠানিক সূচনা করবেন মন্ত্রী। এর ফলে ইটাহার বাস টার্মিনার্সকে সাজানোর জন্য কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। উল্লেখ্য, সমগ্র ইটাহারে কোথাও কোন বাস টার্মিনাস এর ব্যবস্থা ছিলো না। ইটাহারবাসীদের দাবী ছিলো একটি স্থায়ী বাস টার্মিনাস তৈরীর। সেইমতো ইটাহার সদর এলাকায় জাতীয় সরকের ধারে রাজ্য সরকারের অর্থ তহবিলে এবং ইটাহারের বিধায়ক অমল আচার্য্যের তৎপরতায় বিশাল আকারের বাস টার্মিনাস তৈরী করা হয়েছে। তবে বেশ কয়েক মাস আগে বাস টার্মিনাস তৈরী করা হলেও এখনো পর্যন্ত বাস টার্মিনাস থেকে কোন যানবাহন চলাচল শুরু হয়নি। এর পাশাপাশি আগামী ১ লা নভেম্বর রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে বিভিন্ন কর্মসূচী নিয়ে জেলায় আসতে চলেছেন। সেদিন এই টার্মিনাসের আনুষ্ঠানিক সূচনা করবেন মন্ত্রী। বাস টার্মিনাস এর চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য্য জানিয়েছেন, আগামী ১ লা নভেম্বর জেলা সফরে আসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। জেলা জুড়ে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ১ লা নভেম্বর ইটাহার বাস টার্মিনাসের উদ্বোধন করে বিকেল নাগাদ কালিয়াগঞ্জ ব্লকেও একটি নবনির্মিত বাস টার্মিনাসের সূচনা করবেন শুভেন্দু অধিকারী। ফলে বাস টার্মিনাস চত্ত্বর সাজানোর কাজ চলছে জোরকদমে।