আরসিটিভি সংবাদ :বয়স মাত্র ১২। কিন্তু এরই মধ্যে তিনটি ভাষা রপ্ত করে লিখে ফেলেছে একাধিক কবিতা।মালদার হরিশচন্দ্রপুরের তেঁতুলবাড়ির বাসিন্দা লামিসার এই অবাকপ্রতিভায় বিস্মিত এলাকার বাসিন্দারাও।হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যাশ্রমের সপ্তম শ্রেণির ছাত্রী লামিসা আহমেদ।বাবা খাবির আহমেদ ব্লক কৃষি দফতরে কর্মরত ও মা ফারিদা ইয়াসমিন মিটনা হাই মাদ্রাসার একজন আংশিক সময়ের শিক্ষিকা।লামিসা তার এই কিশোর বয়সেই রপ্ত করে ফেলেছে বাংলা,ইংরেজি ও উর্দু ভাষা।
আরও পড়ুন-কোচবিহার আদালতের মালখানায় উদ্ধার গ্রেনেড!
এই তিন ভাষাতে ২০ থেকে ২৫ টি কবিতাও লিখেছে সে।এমনকি ‘আলিয়া দি ম্যাজিক স্টোন’ নামে একটি ইংরেজি উপন্যাসও লিখতে শুরু করেছে লামিসা। ছবি আঁকা থেকে শুরু করে কোরান তেলাওয়াত,স্বরচিত কবিতা আবৃত্তি এবং হাতের কাজেও যথেষ্ট দক্ষতা অর্জন করেছে সে।স্কুলের পাঠ্যবই ছাড়াও মুখস্থ করে ফেলেছে ইংরেজি এনসাইক্লোপিডিয়াও।কবিগুরু রবীন্দ্রনাথ যেমন কিশোর বয়সেই কবিতা রচনা শুরু করেছিলেন।
আরও পড়ুন-কবে সচেতন হবেন মানুষ ?
তার জীবনীতে অনুপ্রাণিত হয়ে লামিসাও ছোট্ট বয়সেই লেখার কাজ শুরু করে।তার এই বহুমুখী প্রতিভায় মুগ্ধ স্কুল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিবেশীরা।বড় হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হতে চায় লামিসামেয়ের প্রতিভায় গর্বিত তার বাবা-মাও। বাবা খাবির আহমেদ জানিয়েছেন, ছোট থেকেই মেয়েনানা ধরনের বই পড়তে ভালোবাসে।তারাও বিভিন্ন সময়ে তাকে আগ্রহ দিয়ে এসছে বলে জানান তিনি।