নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৯ অক্টোবর : রতুয়া ২ ব্লকের শ্রীপুর ১ নম্বর অঞ্চলের কুচিলা গ্রামের ভাঙ্গনে বিধস্ত পরিবার গুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মালতিপুরের প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি। সোমবার দুপুরে ভাঙ্গনে বিধস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।
এদিন পরিবারগুলির হাতে চাল, ত্রিপল সহ আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক মাধ্যমে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি।
উল্লেখ্য, মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছিল বেশ কয়েকটি এলাকা। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় জল নামতে বেশ কয়েকটি গ্রামে। কিছু কিছু মানুষ এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। সোমবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, “মহানন্দা নদীর জল বাড়তে থাকায় বিপদে পড়েছিলো বেশ কয়েকটি মানুষ। অনেকেই এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। তবে এখন জল কমতে থাকায় মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাড়ি এখনও জলের তলায়। এমনকি এলাকার রাস্তাঘাটও প্রচন্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন থেকে সমস্ত রকম সহয়তা করে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে সর্বদা কাজ করে চলেছেন। তবে বিজেপি সাংসদকে এলাকায় দেখা যায়নি বলে তোপ দাগেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সোমবার পরিবারগুলির হাতে চাল, ত্রিপল সহ আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক মাধ্যমে সরকারিভাবে সমস্তপ্রকার সহযোগিতার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি।