নিউজ ডেস্ক, ১০ অক্টোবর : বর্তমান যুগে অনলাইনে শপিং করে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাড়ীতে বসে হাজারও অপশনের মধ্যে থেকে নিজের পছন্দসই জিনিস বেছে নেওয়ায় অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে। আর এই অনলাইন শপিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল ফ্লিপকার্ট। পুজো উপলক্ষ্য আর কিছুদিন বাদেই “বিগ বিলিয়নস্ ডে” শুরু হতে চলেছে ফ্লিপকার্টে। এই সময় সকলে নিজের চাহিদামতো জিনিস গুলোর ওপর পাবে আকর্ষণীয় ছাড়। আর সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে শুরু করেছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়ায় ফ্লিপকার্টের করা পোষ্টে নাগাল্যান্ডের এক ব্যাক্তি প্রশ্ন করেন, “কেন ফ্লিপকার্ট নাগাল্যান্ডে তাদের সার্ভিস দেয় না?”
সেই প্রশ্নের উত্তরে এই অনলাইন ই-কমার্স কোম্পানির তরফে জানানো হয় যে, “নাগাল্যান্ড ভারতের বাইরে এবং তাই সেখানে ফ্লিপকার্ট থেকে কোনও কিছু ডেলিভারি করা যাবে না।” অনলাইন শপিং সংস্থার এরুপ মন্তব্যের জেরে নেটিজেনদের রোষের মুখে পড়ে এই অনলাইন শপিং সংস্থা। অনেকে আবার বলেছেন, ভারতে ব্যবসা করার আগে ফ্লিপকার্টের উচিত ভারতের ভূগোল, ইতিহাস সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা।
তবে অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে ক্ষমা চেয়ে নেয় ফ্লিপকার্টে কর্তৃপক্ষ এবং বিতর্কিত কমেন্টটি ডিলিট করে দেওয়া হয় সংস্থার তরফে।