প্রকাশ্যে এল প্রথম লুক হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার

প্রকাশ্যে এল প্রথম লুক হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার

নিউজ ডেস্কঃ অবশেষে সামনে এলো চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালির প্রথম ওয়েব সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজারের বহু প্রতীক্ষিত প্রথম লুক। শোটি একটি চমকপ্রদ জগতকে অন্বেষণ করে যেখানে প্রেম এবং মুক্তির সংঘর্ষ হয়। সঞ্জয় লীলা বনসালি এই শো তে প্রাক স্বাধীনতা ভারতে গণিকাদের জীবনে প্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্পে তাঁর মহিমান্বিত স্বাক্ষর সামনে নিয়ে এসেছেন।

মারুতিকে পেছনে ফেলে এগিয়ে গেল টাটা

হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার শো তে অভিনয় করেছেন, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল, এবং সানজিদা শেখকে প্রধান ভূমিকায় দেখায়। মঈন বেগের ধারণার উপর ভিত্তি করে এগোয় গল্প। সঞ্জয়ের সাথে সিরিজটির প্রযোজক হিসাবে কাজ করছেন প্রেরণা সিং।

পুষ্পা 2 এর রুল ‘এবার অনেক বড়’ হতে চলেছেঃ রশ্মিকা মান্দান্না
এই সিরিজটির মুক্তির তারিখ এখনও ঘোষণা না হলে ধরা যাচ্ছে এটি আগামী মাসে OTT জায়ান্ট Netflix-এ প্রিমিয়ার হবে।

Next Post

প্রচারের কৌশল বাস্তবে পুনম পান্ডের ডেথ স্টান্ট?

Sat Feb 3 , 2024
নিউজ ডেস্কঃ গত শুক্রবার পুনম পান্ডের দল দাবি করেছে যে তিনি সার্ভিকাল ক্যান্সারে মারা গেছেন। এই খবর শোনা মাত্রই শোকে ব্যাকুল হয়ে পড়ে তার ভক্তদল। সামাজিক মাধ্যমে বিদ্যুতগতিতে ছড়িয়ে যায় খবরটি। ঠিক তারপরের দিন শনিবার, মডেল-অভিনেত্রী ‘আমি বেঁচে আছি’ বলে নতুন ভিডিও শেয়ার করেছেন। উল্লেখ্য, পুনম পান্ডের ম্যানেজার শুক্রবার দাবি […]

আপনার পছন্দের সংবাদ