নিউজ ডেস্ক , রায়গঞ্জ ,১১ই মে :২০০৪ সালে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম শুরু হয়েছিল ট্রেন চলাচল। প্রথমে একটি ট্রেন দিয়ে শুরু হয় বালুরঘাট শহর থেকে কলকাতাগামী মালদার গৌড় লিংক।
এরপর রেলের মানচিত্রে বেশ উন্নয়ন ঘটে বালুরঘাটের। বর্তমানে বালুরঘাট স্টেশন থেকে মালদা বালুরঘাট প্যাসেঞ্জার স্পেশাল, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস, শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস প্রভৃতি ট্রেন চলাচল করে। রেলের এই উন্নয়নে পাশের জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের থেকে অনেকটাই এগিয়ে বালুরঘাট৷ পাশাপাশি ডিজেল খরচের হ্রাস টানতে বিদ্যুৎ চালিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই মতো বিভিন্ন রুটে শুরু হয় বৈদ্যুতিক লাইনের কাজ।
আয়কর দপ্তরের ঘেরাটোপে কৃষ্ণ,তুঙ্গে রাজনৈতিক তর্জা
বালুরঘাটেও কাজ সম্পন্ন হওয়ায় এবার বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হলো। এদিন নারকেল ফাটিয়ে, পতাকা নেড়ে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের বৈদ্যুতিক ট্রেনের উদ্বোধন করেন সাংসদ সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, স্বাধীনতার পর এই প্রথম বালুরঘাট স্টেশন থেকে বৈদ্যুতিক রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলো। অন্যদিকে কাটিয়ার ডিভিশনের ডি আর এম শুভেন্দু কুমার চৌধুরী জানান, বালুরঘাট থেকে সমস্ত ট্রেন বিদ্যুতে চলাচল করবে। এর ফলে ট্রেনের গতি বাড়বে, যাতায়াতে সময় কম লাগবে। পরবর্তীতে ট্রেনের টাইমটেবিল পরিবর্তন করা হবে। বালুরঘাট স্টেশন থেকে হিলি পর্যন্ত কাজ এবং বালুরঘাট স্টেশনে সিক লাইন, পিট লাইনের কাজ দ্রুত শেষ হবে বলে। এদিন রামপুর বাজার ষ্টেশনে রেক পয়েন্ট এবং গঙ্গারামপুর স্টেশনে প্লাটফর্মে শেড উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।