নিউজ ডেস্ক , ১০ অক্টোবর : আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই নানা সমস্যা দেখা দেয় শরীরে। যেমন দাঁতের সমস্যা, বমি বমি ভাব এসব। এই ধরনের সমস্যা নিরসনে লবঙ্গ এক অব্যর্থ ওষুধ৷ যার গুণাগুণ অনেক। কী সেই গুণাগুণ জেনে নিন :-
সর্দি-কাশি : ঋতু পরিবর্তন ও পরিবেশের খামখেয়ালির কারণে অনেক সময় অনেকেরই সর্দি,কাশি হয়। অনেকেই হয়ত চটজলদি আরাম পাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান। তবে ওষুধের পাশাপাশি ঘরোয়া উপায়ে আরাম পাওয়ার জন্য লবঙ্গ খেতেই পারেন। লবঙ্গ খেলে কফ থেকে স্বস্তি মেলে। সেই সঙ্গে মুখের দুর্গন্ধও দূর হয়।
দাঁতে যন্ত্রণা : কমবেশি প্রায় অনেকেরই দাঁতের যন্ত্রণার অভিজ্ঞতা রয়েছে। এমকি অনেকে দাঁতের সমস্যায় ভোগেন। তাই কষ্ট থেকে বাঁচতে লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা অনেকটাই নিরাময় হয়।
ফ্লু : আজকাল ভাইরাসঘটিত জ্বর অনেকেরই হয়ে থাকে। যা খুবই অসহ্যকর। এর থেকে আরাম পেতে হলে উষ্ণ গরম জলে ১০ ফোঁটা মধুর সঙ্গে লবঙ্গ মিশিয়ে খেতে পারেন। কিছুটা হলেও কাজে দেবে।
বমি বমি ভাব : লবঙ্গ মুখে রাখলে আপনার বমি বমি ভাব আসবে না। এতে নিস্তার পাবেন।