লবঙ্গ খেলে কী হয় জেনে নিন

নিউজ ডেস্ক , ১০ অক্টোবর :  আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই নানা সমস্যা দেখা দেয় শরীরে। যেমন দাঁতের সমস্যা, বমি বমি ভাব এসব। এই ধরনের সমস্যা নিরসনে লবঙ্গ এক অব্যর্থ ওষুধ৷ যার গুণাগুণ অনেক। কী সেই গুণাগুণ জেনে নিন :-

সর্দি-কাশি : ঋতু পরিবর্তন ও পরিবেশের খামখেয়ালির কারণে অনেক সময় অনেকেরই সর্দি,কাশি হয়। অনেকেই হয়ত চটজলদি আরাম পাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান। তবে ওষুধের পাশাপাশি ঘরোয়া উপায়ে আরাম পাওয়ার জন্য লবঙ্গ খেতেই পারেন। লবঙ্গ খেলে কফ থেকে স্বস্তি মেলে। সেই সঙ্গে মুখের দুর্গন্ধও দূর হয়।

দাঁতে যন্ত্রণা : কমবেশি প্রায় অনেকেরই দাঁতের যন্ত্রণার অভিজ্ঞতা রয়েছে। এমকি অনেকে দাঁতের সমস্যায় ভোগেন। তাই কষ্ট থেকে বাঁচতে লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা অনেকটাই নিরাময় হয়।

ফ্লু : আজকাল ভাইরাসঘটিত জ্বর অনেকেরই হয়ে থাকে। যা খুবই অসহ্যকর। এর থেকে আরাম পেতে হলে উষ্ণ গরম জলে ১০ ফোঁটা মধুর সঙ্গে লবঙ্গ মিশিয়ে খেতে পারেন। কিছুটা হলেও কাজে দেবে।

বমি বমি ভাব : লবঙ্গ মুখে রাখলে আপনার বমি বমি ভাব আসবে না। এতে নিস্তার পাবেন।

Next Post

বিভিন্ন দাবীতে আন্দোলনে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা

Sat Oct 10 , 2020
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১০ অক্টোবর :  অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি, ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে অনশনে বসলেন বালুরঘাট কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা। শনিবার বালুরঘাট কলেজের গেটের সামনে মঞ্চ বেঁধে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। এদিনের বালুরঘাট কলেজের সামনে […]

আপনার পছন্দের সংবাদ