অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের মামলা সিবিআই কে দিল সুপ্রিম কোর্ট

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের মামলা সিবিআই কে দিল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক :  অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের মামলা সিবিআই কে দিল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে খুশি সুশান্তের পরিবার।

মঙ্গলবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সাফাই গাইতে কোর্টে দীর্ঘ বয়ান জমা করেছিলেন তার আইনজীবী। এতে উল্লেখ করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের থেকে কোনো টাকা রিয়া চক্রবর্তীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়নি। এই বয়ানে অভিনেত্রী রিয়া চক্রবর্তী আরও উল্লেখ করেন ৮ জুন পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের সাথে তার বাড়িতেই ছিলেন তিনি। সেদিন অবধি তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। দিদি বাড়িতে থাকতে আসছে এই কথা বলে সুশান্তই রিয়াকে বাড়িতে কিছুদিনের জন্য চলে যেতে বলেন। এমনকি উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের সাথেও তার কোনোদিন দেখাই হয়নি বলে জানান রিয়া। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্ত মুম্বাই পুলিশ করবে নাকি সিবিআই তা নিয়ে এদিন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ছিলো সুশান্তের পরিবার ও তার ভক্তরা। জাস্টিস ঋষিকেশ রায় এই মামলার শুনানি করেন। উল্লেখ্য, সুশান্তের বাবা (কে কে সিং) সুশান্তের মৃত্যুর ঘটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ওপর আর্থিক প্রতারণা ও মৃত্যুর প্ররোচনা সহ একাধিক অভিযোগ দায়ের করেন বিহারের রাজিব নগর থানায়। এই ঘটনার তদন্ত বিহার পুলিশ, মুম্বাই পুলিশ নাকি সিবিআই করবে তা নিয়ে রায়ের অপেক্ষায় ছিলো সকলে। এরই মধ্যে রিয়া চক্রবর্তী নিজের সাফাইয়ে ও সিবিআই তদন্ত না করার দাবীতে একটি আবেদন করেন সুপ্রিম কোর্টে। আর্থিক প্রতারণার অভিযোগও অস্বীকার করেন তিনি। কিন্তু সুশান্ত এর প্রাক্তন অ্যাকাউন্টেন্ট রজত নেওয়াতি ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার বিষয়ে মুখ খুলেছিলেন। এদিনের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে খুশি সুশান্তের ভক্তরা।

Next Post

জানেন কি সিভেট বিড়াল ও হাতির বিষ্ঠা থেকে তৈরী হয় জনপ্রিয় কফি?

Wed Aug 19 , 2020
নিউজ ডেস্ক :   শীতকালে গরম পেয়ালায় কফির স্বর্গীয় স্বাদ উপেক্ষা করতে পারে এমন লোকের সংখ্যা মেলা দুষ্কর। শুধু শীতকালই বা বলি কেন! মনের মানুষটির সঙ্গে প্রথম দেখা কিম্বা কলেজ ছুট বন্ধুরা মিলে কফি শপে গিয়ে কফির সুঘ্রান নেওয়ার মতো স্বর্গীয় অনুভূতি আর কীই বা হতে পারে? তাহলে চলুন অসম্ভব জনপ্রিয় […]

আপনার পছন্দের সংবাদ