নিউজ ডেস্ক , ২৬ ডিসেম্বর : গত বছর মার্চ মাসের গোড়া থেকে করোনার কারণে লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই অনিশ্চয়তার মধ্যে স্কুলে ঠিলমত ক্লাস করার সুযোগ পায় নি মাধ্যমিক পরীক্ষার্থীরা। তার মধ্যে কবে পরীক্ষা হবে তা নিয়েও যথেষ্ট উদ্ব্বেগের মধ্যে দিন কাটছিল তাদের। এই পরিস্থিতিতে সিলেবাসের বোঝা কমিয়ে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল মধ্য শিক্ষা পর্ষদ। আগামী বছর ২০২১ সালের মাধ্যমিক যে সূচি জারি করা হয়েছে তাতে পরীক্ষা শুরু হচ্ছে জুন মাস থেকে।
১ জুন প্রথম ভাষা,
২ জুন দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে
৩ জুন ভূগোল
৫ জুন ইতিহাস
৭ জুন অঙ্ক পরীক্ষা
৮ জীবন বিজ্ঞান
৯ জুন ভৌতবিজ্ঞান
১০ তারিখ হবে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা। ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হবে। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। ১০ জুন পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা পর্ব।