পি এইচ ই দপ্তরের উদাসীনতায় চাষের জমি জলের তলায়, ক্ষতির মুখে মালদার মানিকচকের কামালপুর এলাকার কৃষকেরা

পি এইচ ই দপ্তরের উদাসীনতায় চাষের জমি জলের তলায়, ক্ষতির মুখে মালদার মানিকচকের কামালপুর এলাকার কৃষকেরা

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৩০ নভেম্বর : কৃষকদের পাকা ধানের জমি পিএইচই দপ্তরের উদাসীনতায় সম্পূর্ণ জলমগ্ন। ঘটনাকে ঘিরে চরম ক্ষতির আশঙ্কা গ্রাস করছে কৃষকদের। এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুরে অঞ্চলের কামালপুর এলাকায়। চাষীদের অভিযোগ, প্রায় ৫০ বিঘা পাকা ধানের জমি বর্তমানে জলের তলায়। পিএইচই দপ্তরের পরিশোধিত ট্রিটমেন্ট প্ল্যান্ট কেন্দ্র থেকে অপ্রয়োজনীয় জল পাকা ধানের জমি প্লাবিত করেছে। যদিও দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।

উল্লেখ্য, মানিকচক ব্লকের কামালপুর এলাকায় রয়েছে পিএইচই দপ্তরের জল পরিশোধিত ট্রিটমেন্ট প্ল্যান্ট কেন্দ্রটি। অভিযোগ ওই কেন্দ্রের অপ্রয়োজনীয় জল কামালপুর এলাকার একটি সরকারি পুকুরে ফেলা হয়েছে দপ্তরের তরফে। বিপুল পরিমাণে জল ফেলার ফলে সেই জলে প্লাবিত হয়েছে পুকুর সংলগ্ন জমি। চাষীদের অভিযোগ বর্তমানে প্রায় ৫০ বিঘা পাকা ধানের জমি জলে ডুবেছে। ধান কেটে ঘরে তোলার আগে এভাবে জলের তলায় তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। তারা জানিয়েছেন, এই এলাকায় শতাধিক পরিবার চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। লকডাউন এর পরবর্তীতে ঋণ নিয়ে জমিতে চাষাবাদ করেছেন কৃষকেরা। ধান পেকে যাওয়া কাটার কাজ শুরু হতে চলেছে। ঠিক সেই সময় পিএইচই দপ্তরের জল প্লাবিত করে দিয়েছে এলাকার ধানের জমি। বিগত বছরগুলোতে ঠিক একই রকম সমস্যার সম্মুখীন হয়েছে এলাকার চাষীদের পরিবারের। সে সময় PHE কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসনকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তবে বর্তমানে পাকা ধানের জমিতে জল প্রবেশ করায় কার্যত মাথায় হাত পড়েছে চাষীদের। দ্রুত জমি থেকে জল সরিয়ে নেওয়ার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা। তা না হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন সমস্ত চাষীরা। যদিও এ ঘটনা নিয়ে PHE কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। তিনি জানান, PHE দপ্তরের অপ্রয়োজনীয় জল প্লাবিত হয়ে যাওয়ায় সমস্যা হয়েছে চাষীদের। তাই চাষীদের যাতে করে কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে না হয় তার জন্য পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ার থেকে আধিকারিকদের সমগ্র বিষয়টি জানিয়ে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Next Post

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মানিকচকে, শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধান শিক্ষকের

Mon Nov 30 , 2020
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৩০ নভেম্বর : মানিকচক ব্লকের সেখপুরা পি.পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মানিকচক একচক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহঃ খুরশেদ আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। এদিন স্থানীয় রামলাল স্মৃতি ডি.এড কলেজে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা […]

আপনার পছন্দের সংবাদ