নিউজ ডেস্ক, বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর : ভারী বর্ষণে দক্ষিণ দিনাজপুরের একাধিক নদীতে ব্যাপকভাবে জল বাড়ছে। ফলে বন্যার আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন এলাকাতে৷ বালুরঘাটের আত্রেয়ী নদীতে জল বাড়ায় নদী সংলগ্ন নীচু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। শহরের হালদারপাড়া এবং আত্রেয়ী কলোনিতে বেশকিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।
ক্রমাগত জল বেড়ে চলায় এলাকার বাসিন্দারা তীব্র উদ্বিগ্ন। বালুরঘাটের হালদারপাড়া বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি স্লুইচগেটে ফাটল দেখা দিয়েছে। সেখান দিয়ে ক্রমাগত জল ঢুকছে এলাকায়। ফলে স্লুইসগেট মেরামত না করায় ক্ষোভে ফুঁসছেন তারা। অবিলম্বে দ্রুত স্লুইসগেট মেরামত করার দাবি তুলেছেন এই অসহায় মানুষেরা। অপরদিকে বালুরঘাট আত্রেয়ী কলোনিতে বহু বাড়িতেও জল ঢুকে গিয়েছে। বাধ্য হয়েই অনেককেই নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বা খাবার সামগ্রী সহ কোনো সাহায্য তারা পাননি বলে অভিযোগ করেছেন দুর্গত মানুষরা।