নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ০২ নভেম্বর : এক গাড়ি চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের উদয়পুর এলাকার ভাটা কলোনিতে৷ পুলিশ জানিয়েছে মৃতের নাম বিনোদ বিশ্বাস৷ রাতে দুই দুষ্কৃতী ঘরে ঢুকে তাকে খুন করে পালিয়েছে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
নিজের ঘরেই রহস্যজনকভাবে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের উদয়পুর এলাকার ভাটা কলোনিতে৷ পুলিশ জানিয়েছে মৃতের নাম বিনোদ বিশ্বাস। পেশায় ছিলেন গাড়ি চালক। পারিবারিক সূত্রে দাবি, রবিবার রাতে দুই যুবক বিনোদের সঙ্গে দেখা করতে এসেছিল। রাত্রি ৮ টা নাগাদ তাঁর মা খাবার দিতে এসেছিলেন। সেই সময় বিনোদের ঘরে ওই দুইজন বসেছিল। রাতের খাবার তাড়াতাড়ি তাকে খেতে বলে ঘর থেকে চলে যান বিনোদের মা৷ এরপর রাত আড়াইটে নাগাদ শৌচকর্ম করতে উঠলে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয় তার ভাই রাধেশ্যাম বিশ্বাসের৷ এরপরেই দরজা খুললে বিনোদের মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা৷ সকাল হতেই এলাকার লোকজনের ভিড় জমে যায় তার বাড়ির সামনে৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷ কিভাবে ও কি কারণে বিনোদের অস্বাভাবিক মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে এলাকাবাসীরা জানিয়েছেন, ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক৷ জানা গেছে বিনোদ এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল। তার ভাই রাধেশ্যাম বিশ্বাসের দাবি, রবিবার রাতে বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে দুই জন বাড়িতে ঘাঁটি গেড়েছিল৷ যে দুই দুষ্কৃতী ঘরে বসেছিল তারাই দাদাকে খুন করে পালিয়েছে৷ তবে নেপথ্যে কারা ও খুনের প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ৷