নিউজ ডেস্ক , রায়গঞ্জ ,১৪ই মে :‘মা’, শব্দটি ছোট হলেও তার অর্থ, তাৎপর্যের পরিধি অপার। মা মানে জগৎ সংসার। মা মানে সুখ,দুঃখের সাথী। মা মানে অকৃত্রিম ভালোবাসা। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসার কোনো বিকল্প নেই। রবিবার ১৪ই মে। দিনটি মাতৃ দিবস বা মাদারস ডে হিসেবে আমরা সকলেই।
কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা তো আর কোনো একটা নির্দিষ্ট দিনের গন্ডীতে সীমাবদ্ধ থাকে না। তবুও এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ প্রতিটি মানুষের কাছেই। আর এই বিশেষ দিনেই পৃথিবীর সমস্ত মায়েদের শ্রদ্ধা জানিয়ে শুভমুক্তি পেল একটি বাংলা গান। গানের নাম এবং বিষয়বস্তুর পরতে পরতে মাতৃত্বের ছোঁয়া। বুঝতেই পারছেন নিশ্চয় গানটির টাইটেল কি হতে পারে। অবশ্যই মা। কি ভাবছেন কোলকাতা কিংবা মুম্বাইয়ে গান রিলিজের কথা বলছি? একদম নয়। একেবারে খোদ রায়গঞ্জ শহরেই গানটি মুক্তি পেয়েছে। রায়গঞ্জের স্টুডিওতেই রেকর্ড করা হয় এই ভিডিও অ্যালবাম যুক্ত গানটি।
স্থানীয় কলাকুশলীদের অনবদ্য অভিনয় এবং অসাধারণ ইন্সট্রুমেন্টের ছোঁয়ায় এই গান যেন প্রান পেয়েছে। অবশ্যই বিরহের গান। শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের একজন শিশুর প্রতি স্নেহ মমতার প্রতিটি ছাপ ফুটিয়ে তোলা হয়েছে এখানে। গানটি গেয়েছেন শ্রাবন রায়। শ্রাবন রানাঘাটের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি রায়গঞ্জেই থাকেন। রবিবার আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই গান ২ বছর আগে তৈরী হয়েছিল। তবে এবছর মাদরস ডে তে তা মুক্তি পায় একটি ইউটিউব চ্যানেলে। কেয়া, গৌরাঙ্গ, দিশা, পিউ সহ একাধিক অভিনেতা অভিনেত্রী এখানে তাদের প্রতিভা পরিবেশন করেছেন। সকলের মিলিত প্রয়াসে তৈরী হয়েছে গানটি। শ্রোতাদের পছন্দ হলে আগামীতে আরও গান তৈরীর উৎসাহ পাবেন বলে জানান তিনি।