নিউজ ডেস্ক, কালিয়াচক ১২ই সেপ্টেম্বর : এটিএম লুঠের ২২ দিন বাদে পুলিশের জালে মূল অভিযুক্ত ধরমবীর শর্মা। সে উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। পুলিশ সুত্রের খবর, গত ১৯শে আগষ্ট মালদা জেলার সুজাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে চুরি যায় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।
এরপরই ২০শে আগষ্ট ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে মালদা জেলার রতুয়া থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ।
অভিযুক্ত ব্যাক্তি একাধিক রাজ্যে এটিএম লুঠের সাথে জড়িত বলে জানা গিয়েছে। অভিযুক্তকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।