নিউজ ডেস্ক : ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের আসরাফপুর, মহানন্দপুর সহ অন্যান্য গ্রামে দেখা দিয়েছে জল সংকট। সরকারি প্রকল্পে যে ট্যাপকল গুলো বসানো হয়েছে তা দিয়ে জল পড়ে না। বাধ্য হয়েই টিউবওয়েলের জল পান করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ প্রায় দু’বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে ট্যাপ কল বসিয়ে দেওয়া হয়েছে। বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি বাড়ি ট্যাপ কল বসলেও বর্তমান প্রেক্ষাপটে জলের দেখা নেই। গ্রীষ্মকালের আগেই জলকষ্টে ভুগছে গোটা গ্রাম।
আরও পড়ুন সাবিনা ইয়াসমিনের বক্তব্য ঘিরে জোর বিতর্ক রাজনৈতিক মহলে
দৈনন্দিন কাজের পাশাপাশি রান্নার কাজেও জলের।প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে জলের চাহিদা মেটাচ্ছে টিউবওয়েল গুলো। বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা গেল সরকারি প্রকল্পের বসানো ট্যাপকল গুলোর বেহাল অবস্থা। মূলত জরুরি রক্ষণাবেক্ষণ ও জল সরবরাহের জন্য অতি প্রয়োজনীয় ভূ-গর্ভস্থ জলের পাইপ লাইনে না হওয়াতেই ধ্বংসের মুখে সরকারি এই জলের লাইন গুলো। আর এতে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। একদিকে সরকারি অর্থের অপচয় আর অন্যদিকে জল সংকটে জেরবার গ্রামবাসীরা। জানা গিয়েছে ৫ টি গ্রামে জলের সমস্যা রয়েছে। রিজার্ভার তৈরি হলেও পাইপ লাইনের কাজ না হওয়ায় গ্রামবাসীদের জলের জন্য তীব্র সমস্যায় পড়তে হচ্ছে। অথচ কোনো হেলদোল নেই গ্রাম পঞ্চায়েতের। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের৷
আরও পড়ুন লিঙ্কের গেরোয় ব্যহত ডাক বিভাগের কাজকর্ম
আগে এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে থাকলেও পরবর্তীতে তার দখল নেয় তৃণমূল। পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলেও পানীয় জলের কাজ কেন আজও সম্পন্ন হল না তা নিয়ে উঠছে প্রশ্ন। এব্যাপারে গ্রাম পঞ্চায়েতের তরফে কোনো প্রতিক্রিয়া না মিললেও বিডিও অমিত বিশ্বাস জানিয়েছেন বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।