নিজস্ব সংবাদদাতা , মালদা , ৪ মে : চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার শহরের কোঠাবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মাসিরুদ্দিন শেখ। তার বাড়ি ওই এলাকাতে। অভিযোগ, সোমবার ওই নাবালিকাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে ওই বৃদ্ধ। এমনকী দিন চারেক আগে একই পরিবারের অপর এক কিশোরীকেও ওই বৃদ্ধ ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই ঘটনাটি নজরে আসে এক প্রতিবেশীর। ফের একই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। এই ঘটনায় নির্যাতিতাদের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সোমবার। ঘটনার তদন্তে নেমে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন, সোমবার এক মহিলা তার কিশোরী মেয়ের ধর্ষণের অভিযোগ দায়ের করে। ঘটনায় অভিযুক্ত তাদেরই প্রতিবেশী ৬০বছর বয়সী এক বৃদ্ধ। এমনকী দিন চারেক আগে তারই পরিবারের অপর এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত বৃদ্ধ। যদিও সে পালিয়ে যায়। এরপরেই সোমবার নির্যাতিতার মা থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে পুলিশ মাসিরুদ্দিন শেখকে গ্রেপ্তার করে।পকসো আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় দুই নাবালিকার মেডিক্যাল করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।