নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১২ নভেম্বর : করোনা আবহে কালিপুজা ও দেওয়ালী উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন চাঁচল -১ ব্লকের প্রশাসনিক ভবনে আয়োজিত হয় বৈঠক।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সব্যসাচী রায়, মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস, বিডিও সমিরন ভট্টাচার্য্য , আইসি সুকুমার ঘোষ ছাড়াও চাঁচল মহাকুমার ছয়টি ব্লক ও চারটি থানার আইসি, দমকল বিভাগের কর্মীদের পাশাপাশি মহাকুমা এলাকার প্রতিটি পূজা কমিটির কর্তারা।করণা সংক্রমণ ঠেকাতে পুজো প্রাঙ্গণের সামনে মেলা বন্ধের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বলি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও বাতিল করা হয়েছে চাঁচলের কালী দৌড় ও গোবর্জনার কালী পুজোর মেলা। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে কোনো রকম শোভাযাত্রা করা যাবে না।পাশাপাশি ছট পুজো ও জগদ্ধাত্রী পুজো নিয়েও আলোচনা করা হয় এদিনের বৈঠকে। মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস জানান, হাইকোর্টের নির্দেশানুযায়ী এবছর পুজো কমিটিগুলিকে মেলার আয়োজন করতে নিষিদ্ধ করা হয়েছে। শব্দবাজি ও আতশবাজিও একেবারেই নিষিদ্ধ। কোনো মেলা বা অনুষ্ঠান করা যাবে না।১৭ নভেম্বরের মধ্যে সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে বলে জানিয়েছেন সজলকান্তি বিশ্বাস।