নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৩ নভেম্বর : উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহযোগিতায় উদ্যানপালন দফতরের উদ্যোগে কৃষকদের উন্নত মানের সবজির বীজ বিতরণ করা হলো ইটাহারে। মঙ্গলবার ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের চেকপোস্ট এলাকার এক সভা কক্ষে শিবিরের মাধ্যমে এই বীজ কৃষকদের হাতে তুলে দেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহযোগিতায় ও উদ্যানপালন দফতরের উদ্যোগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন তার নির্বাচনী এলাকার প্রায় ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে এই উন্নত মানের সবজি বীজ বিতরণ করেন। উল্লেখ্য, এর আগেও উত্তর দিনাজপুর জেলা কৃষি উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ও ইটাহার ব্লক কৃষি দফতরের সহযোগিতায় বিকল্প চাষ এবং কৃষকদের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে ফলের চারা বিতরণ করা হয়েছিলো ইটাহারে। ইটাহারের শ্রীপুর এলাকায় ব্লক কৃষি দপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের ও বিভিন্ন ফার্মার্স ক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন ধরনের ফলের চারা গাছ তুলে দিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি সমবায় কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন জানিয়েছিলেন, জেলা জুড়ে বিকল্প চাষ ও কৃষকদের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে বাগান করার মাধ্যমে বিভিন্ন উন্নত মানের ফলের চারা বিতরণ করা শুরু করা হয়েছিলো উত্তর দিনাজপুর জেলা কৃষি উদ্যানপালন দপ্তরের উদ্যোগে। তারই অঙ্গ হিসেবে ইটাহার ব্লক কৃষি দপ্তরে কৃষক সহ বিভিন্ন ফার্মার্স ক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেওয়া শুরু হয়েছিলো। আগামীদিনে জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচী পালন করা শুরু হয়। আর এবারে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহযোগিতায় উদ্যানপালন দফতরের উদ্যোগে কৃষকদের উন্নত মানের সবজির বীজ বিতরণ করা হলো মঙ্গলবারে। মোশারফবাবু জানিয়েছেন, এই উন্নত মানের সবজি বীজে ফলন হবে অন্যদের তুলনায় বেশি, ফলে কৃষকরা বেশি লাভবান হবেন। তাই বিনামূল্যে এই বীজ বিতরণ করা হচ্ছে বলে জানা যায়। মোশারফ হুসেন ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মন, পঞ্চায়েত সমিতির দলনেতা নজিবর রহমান সহ অন্যান্যরা।