দিলীপ ঘোষ-পত্নী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলের অকালমৃত্যু

ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া দিলীপ ঘোষ (Dilip Ghosh) পরিবারে। মঙ্গলবার সকালে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল তাঁর স্ত্রীর (Rinku Majumdar) একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারের (Srinjoy Majumdar)। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় বিধাননগরের (Bidhannagar) সেবা হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের ভিত্তিতে আত্মহত্যার দিকেই ইঙ্গিত মিলেছে। সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন বছর ছাব্বিশের সৃঞ্জয়, বাড়ির ডাকনাম ছিল প্রীতম (Pritam)। যদিও মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়, তদন্তে নামানো হয়েছে ফরেনসিক টিম ও হোমিসাইড স্কোয়াডকে।

সম্প্রতি দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ের সময় উঠে এসেছিল সৃঞ্জয়ের নাম। সে সময় রিঙ্কু নিজেই জানিয়েছিলেন, সৃঞ্জয় নির্ধারিত ছুটি নিয়ে বেড়াতে যাচ্ছেন, তাই বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। তবে তিনি যে মায়ের নতুন জীবনের জন্য অত্যন্ত খুশি—সেটাও স্পষ্ট জানিয়েছিলেন।

ঘটনার আকস্মিকতায় হতবাক পরিবার ও পরিচিত মহল। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন সৃঞ্জয়, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা ছিল কি না, তাও খুঁজে দেখা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে সৃঞ্জয়ের মোবাইল ফোন ও ল্যাপটপ।

সৃঞ্জয়ের অকালমৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহলও। বিজেপি নেতার পরিবারের এই মর্মান্তিক ঘটনায় প্রশাসনের পাশাপাশি নজর রেখেছে দলও। এখন অপেক্ষা, তদন্তে কী উঠে আসে—হত্যা না আত্মহননের ঘটনা, তা সময়ই বলবে।

Next Post

রহস্যমৃত্যু দিলীপ ঘোষের স্ত্রীর ছেলের, ঘুমের ওষুধ নাকি নেশা?

Tue May 13 , 2025
ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দুপুরে আচমকা ভেঙে পড়ে এক পরিবার। বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এর স্ত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)-এর একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত (Srinjoy Dasgupta)-র অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। নিউটাউনের সাপুরজি আবাসনের (Shapoorji Housing, New Town) নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ বছর বয়সি ওই যুবকের নিথর […]

আপনার পছন্দের সংবাদ