ডেঙ্গু বিজয় দিবস পালিত হল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়

ডেঙ্গু বিজয় দিবস পালিত হল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়

নিউজ ডেস্ক , ২০ সেপ্টেম্বর :   সারা রাজ্যের পাশাপাশি রবিবার ডেঙ্গু বিজয় দিবস পালিত হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন ডেঙ্গু বিজয় দিবস উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিশেষ সাফাই অভিযান সহ ব্লিচিং ও কীটনাশক স্প্রে করা হয়।

এদিন এই সাফাই অভিযান তদারকি করতে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ডালখোলা পৌরসভার প্রশাসক রহমত আলী ও যুগ্ম প্রশাসক সুভাষ গোস্বামী।অন্যদিকে কালিয়াগঞ্জ পুরসভায় ডেঙ্গু বিজয় অভিযান কর্মসূচী পালন করা হল রবিবার। এই উপলক্ষ্যে একটি র‍্যালী এলাকার পথ পরিক্রমা করে। র‍্যালী শেষে কালিয়াগঞ্জ পৌরসভা সংলগ্ন রেল স্টেশন এলাকায় সাফাই অভিযান চালানো হয়। এদিনের কর্মসূচীতে পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল, বসন্ত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে ২৫ টি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযানে নামল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা।

রবিবার পৌরসভা অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ডেঙ্গু রোধে মানুষকে আরও সচেতন করতে বিশেষ প্রদর্শনী ভ্যানের সূচনা করেন জেলাশাসক নিখিল নির্মল। বিগত দু’দিন ধরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সাফাইয়ের পাশাপাশি জল নিকাশির দিকে নজর রাখছেন পুর কর্মীরা। অন্যদিকে রবিবার ডেঙ্গু বিজয় অভিযানে নামল বুনিয়াদপুর পুরসভা। উপস্থিত ছিল বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য কাউন্সিলারেরা। শহর পরিষ্কার রাখতে সচেতন করা হয় এলাকাবাসীদের।

Next Post

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ

Sun Sep 20 , 2020
নিউজ ডেস্ক , হেমতাবাদ ২০ সেপ্টেম্বর :  লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম শেখ নাজিমউদ্দিন। তার বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফারা এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে স্থানীয় লক্ষীডাঙ্গা মোড় এলাকা থেকে ৫০ গ্রাম ব্রাউন […]

আপনার পছন্দের সংবাদ