রতুয়া, ২৪ আগস্ট : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর এলাকায়। বারংবার রাস্তাটি সংস্কারের ব্যাপারে দাবি জানানো হলেও আজও সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। যদিও পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা।
উল্লেখ্য, মালদার রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর এলাকার ঈদগাহ থেকে চুনাখালি মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল দীর্ঘদিন ধরে। বর্ষায় ফুটে উঠেছে রাস্তার কঙ্কালসার চেহারা। দীর্ঘ কয়েকবছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ভেঙে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে বর্ষায় চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে। খানাখন্দে ভরা এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের কাছে একাধিকবার সমস্যার কথা বলা হলেও রাস্তাটি সংস্কার করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্ষায় শুরু হয়েছে জল যন্ত্রণা। ফলে এদিন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার বিশাল পুলিশবাহিনী। ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি শাহাজান আলী। যদিও পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।