নিউজ ডেস্ক , ১৪ নভেম্বর : শনিবার দীপাবলি ও কালীপুজোয় মাতবে আপামর দেশবাসী। আলোর উৎসবে মাততে বাড়ি ঘরের আনাচে-কানাচে সাজিয়ে তুলবে আলোয়।বর্তমানে যদিও তেলের প্রদীপের চল অনেকটাই কমে গিয়েছে। নিয়মরক্ষার্থে ব্যবহার করা হলেও তার বিকল্প হিসেবে এসেছে হরেকরকম টুনি বালব।প্রযুক্তিগতভাবে উন্নতির সাথে সাথে বর্তমানে নানা রকম টুনি বাল্ব, রকমারি নকশার ইলেকট্রিক লাইট, এলইডি লাইট কিনতে পাওয়া যায়। খরচও কম, এবং ঝক্কিও নেই। ফলে মাটির প্রদীপ ছেড়ে ইলেক্ট্রিক আলোর দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। কিন্তুবৈদ্যুতিক আলো থেকে আসতে পারে নানান বিপদ। ফলে যেকোন বিপদ থেকে সাবধানে থাকতে মেনে চলুন বেশ কিছু নিয়ম।-
) বেশ অনেকক্ষ্ণ এই ধরনের আলো জ্বালিয়ে রাখবার ফলে বাড়ির বিদ্যুত লাইনে কোনও সমস্যা হতে পারে কি না, সেটা অবশ্যই ঠিকমতো দেখে নেবেন।
) বিভিন্ন ইলেকট্রিক লাইট এলইডি, টুনি বাল্ব কিংবা বিভিন্ন নকশার বৈদ্যুতিন বাতি যেটাই কিনুন না কেন, সবকটি লাইটই দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করার পরেই ব্যবহার করবেন।
) ভেজা হাতে কখনই প্লাগে হাত দেবেন না। বাড়ির ছোটরা যাতে ইলেকট্রিক লাইটের কাছে না যেতে পারে এবং প্লাগে হাত না দিতে পারর সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।
) ইলেক্ট্রিক লাইনের সকেটগুলি পরীক্ষা নেবেন ব্যবহারের আগে।
) প্রদীপ বা মোমবাতির আলোর এক অন্যপ্রকারের সৌন্দর্য রয়েছে।ফলে প্রয়োজন মত ব্যবহার করতে পারেন প্রদীপ কিংবা মোমবাতি।এই আলোয় বাড়ি সৌন্দর্য অন্যরকমভাবে প্রকাশ পায়।
) খরচ কমাতে হলে সারাক্ষণ বিদ্যুতের আলো না জ্বালিয়ে বরং মাঝে মাঝে কিছুসময় আলো বন্ধ করে রাখুন।