নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১০ অক্টোবর : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর গ্রাম পঞ্চায়েতের সামুখা গ্রামে। পুলিশ ও পরিবারসুত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম বংশীলাল মন্ডল। হরিয়ানার কাটলা এলাকায় একটি কাঠ চেরাই মিলে কাজ করতো বংশীলাল। স্থানীয় এক যুবকের সঙ্গে গিয়ে ঠিকাদারের অধীনে কাজ করত সে।পরিবারের অভিযোগ, কিছুদিন আগে ওই ঠিকাদারের কাছে কাজের উপযুক্ত পারিশ্রমিক চাইতে গেলে সেই ঠিকাদার তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এমন কি কাজ ছেড়ে বাড়ি চলে আসবে বলে ঠিক করেছিল সে। সেই সময় ফোন মারফত ওই ঘটনা বাড়িতে জানিয়েছিল বংশীলাল। কিন্তু বাড়ির লোক ঘটনাটা তেমন গুরুত্ব দিয়ে ভাবেনি। এরপরেই গত ৮ই অক্টোবর সকালে তার ক্ষতবিক্ষত মৃতদেহ স্থানীয় রেললাইনের উপর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় খুনের অভিযোগ এনেছে তার পরিবারের লোকেরা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবীতে সরব হয়েছেন তারা। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ওই পরিবারের কাছ থেকে ঘটনাটি জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে দেহ উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।