নিউজ ডেস্ক, চোপড়া , ১৭ সেপ্টেম্বর : ক্রমাগত বৃষ্টির জেরে ফাটল দেখা দিয়েছে কালভার্ট ও গার্ডওয়ালের মাঝে। এঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া সদর এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন রামগঞ্জ থেকে দাসপাড়া যাওয়ার এটিই মূল রাস্তা। প্রতিদিন এই কালভার্টের উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন।
এই জাতীয় সড়কের পাশেই থাকা গালর্স হাইস্কুলের ছাত্রীও এই কালভার্টের ওপর দিয়ে চলাচল করে। এছাড়াও জাতীয় সড়কের উপর যেহেতু এটি অবস্থিত সেহেতু দূরপাল্লার বিভিন্ন ভারী যানবাহন নিত্যদিন চলাচল করে কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির জেরে সেটি দুর্বল হয়ে পড়ার কারণে ফাটল দেখা দিয়েছে। এমতাবস্থায় দ্রতু কালভার্টের ফাটলের জায়গা মেরামত না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেন, জাতীয় সড়কের কালভার্টের ওপর একাংশে ফাটলের পাশাপাশি উদয়ন মোড় এলাকায় আরও তিস্তার একটি ব্রিজে ফাটল ধরেছে। তিস্তার সেতুটি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা মেরামত করতে এলে কিছুদিন আগে দুষ্কৃতীদের বাধার মুখে পড়ে ফিরে যান। গোটা বিষয়টি বিডিও এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।