নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণীসম্পদমন্ত্রী স্বপন দেবনাথের পর এবার করোনা আক্রান্ত হলেন মন্ত্রীসভার আরেক সদস্য নির্মল মাজি। বর্তমানে শ্রম দফতরের প্রতিমন্ত্রী তিনি। কয়েকদিন ধরে শরীরে অসুস্থতা বোধ করছিলেন তিনি।
সঙ্গে হালকা জ্বর থাকায় করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসায় শনিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়কের সামান্য শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গেছে।