করোনার প্রভাব পড়বে নারী শিক্ষায়, শঙ্কা প্রকাশ ইউনেসকোর !

করোনার প্রভাব পড়বে নারী শিক্ষায়, শঙ্কা প্রকাশ ইউনেসকোর !

নিউজ ডেস্ক, ১৬ অক্টোবর :     আধুনিক এই পৃথিবীতে এ কথা ভাবলেই শিউড়ে উঠছেন বিশ্বের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। কারণ আশঙ্কা প্রকাশ করা হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের গোটা বিশ্বের অন্তত দেড় মেয়ে আর স্কুলে ফিরতে পারবেন না।

এমনই শঙ্কা আর কারও নয় খোদ জাতিসংঘের। সেখানকার শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা বা ইউনেসকোর ডিরেক্টর আন্দ্রে আজলি কঙ্গোতে সফর করতে গিয়ে এই ভয়ের কথা প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন, আমরা শঙ্কিত যে,বহু স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অনেক দেশ লোকসানের দিকে এগোচ্ছে। এজন্যই এই পরিস্থিতির উদ্ভব হওয়ায় অশনি সংকেত দেখা যাচ্ছে। আমাদের ধারণা, বিশ্বের প্রায় দেড় কোটি কন্যার আর স্কুলে ফেরা হবে না। সেজন্য ইতিমধ্যেই বিদ্যালয়গুলোতে মেয়েদেরকে ফেরানোর জন্য ইউনেসকো সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, করোনা ১৯০ দেশের ১৬০ কোটি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করেছে ইতিমধ্যে, এমন ঘটনা এর আগে কখনও হয়নি। এই সংকটে যে ৯৪ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৯৯ শতাংশই নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশের।

Next Post

বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে সক্রিয় নিষিদ্ধ ফেনসিডিলের কারবারিরা, কাঁটাতারের ওপারে পাচারের নেপথ্যে রয়েছে বিপুল মুনাফা

Fri Oct 16 , 2020
নিজস্ব সংবাদদাতা, ১৬ অক্টোবর :    নিষিদ্ধ কফ সিরাপ বা ফেনসিডিল পাচারের সেভ করিডোর কি পশ্চিমবঙ্গ? কারণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এরাজ্যের জেলাগুলি থেকে কাঁটাতারের ওপারে হামেশায় পাচার হয়ে যায় নিষিদ্ধ ফেনসিডিল। তবে পুলিশ ও বিএসএফের তৎপরতায় মাঝেমধ্যেই প্রচুর পরিমাণে ফেনসিডিল বা নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হলেও কেন পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে […]

আপনার পছন্দের সংবাদ