বালুরঘাট, ২৮ জুলাই : করোনা অতিমারি পরিস্থিতিতে গত বছর মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান৷ পাশাপাশি করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কার জেরে বিশেষজ্ঞরা যখন বার বার সাবধান থাকতে বলছেন তখন সরকারি নির্দেশকে অমান্য করে স্কুল খুলে চলল পঠন পাঠন।
বুধবার বালুরঘাট অভিযাত্রী শিশু বিদ্যানিকেতন খুলে সকাল থেকে চলেছে পঠন পাঠন।যেখানে রাজ্য সরকার স্কুল বন্ধ রাখতে বলেছে সেখানে কিভাবে এই স্কুল খুললো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা রুপালি সাহাজানিয়েছে অভিভাবকদের অনুরোধের ভিত্তিতেই স্কুল খোলা হয়েছে। নার্সারী ও পিপি ওয়ান মিলিয়ে প্রায় ১০ জন পড়ুয়া এসেছিল স্কুলে। এবিষয়ে এক অভিভাবক মাম্পি সরকার জানান, শিশুরা বাড়িতে পড়াশোনা করছে না।তাই স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা হলে এদিন স্কুল খোলা হয়। তিনি আরো বলেন যেখানে বাজার, দোকান, বিভিন্ন অফিস থেকে শুরু করে সব কিছু খোলা রয়েছে সেখানে শিশুদের স্কুল বন্ধ কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি শিশুদের ভ্যাকসিন দেওয়া হোক বলে দাবি করেন অভিভাবকরা। অন্যদিকে জেলা শাসক আয়েশা রানি এ জানান, অভিযোগ পেয়েই নির্দিষ্ট দপ্তরের আধিকারিককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত ওই ওই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন তারা স্কুল খুলেছেন তা নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে৷