নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও এখনো দেশ সম্পূর্ণ বিপন্মুক্ত তা বলা যায় না। অন্যদিকে ইতিমধ্যে ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বজুড়েই। ভারতে করোনা সংক্রমণ রোখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলো কেরল।
কিন্তু এর মধ্যেই নতুন করে এক রোগের সংক্রমণে আতঙ্ক ছড়াচ্ছে কেরালায়। যদিও কোনো নতুন রোগ নয়, কেরালাজুড়ে ছড়িয়ে পড়েছে সিগেলা ব্যাকটেরিয়া।ইতিমধ্যে সারা রাজ্যে প্রায় ৪০ জন শিশু সিগেলায় আক্রান্ত। উল্লেখ্য সপ্তাহখানেক আগে রাজ্যের কোজিকোড়ি জেলায় ১১ বছরের এক শিশুর মৃত্যুর পরেই আতঙ্ক দেখা দেয়। প্রথমে সাধারণ ডায়রিয়ার লক্ষণ ফুটে উঠলেও পরীক্ষায় তার শরীরে সিগেলা ব্যাকটেরিয়ার নমুনা পাওয়া যায়। প্রতি বছর পৃথিবীজুড়ে অন্তত ৩ লক্ষ মানুষের মৃত্যু হয় ডায়রিয়ায়। আর এর মধ্যে অন্যতম বড়ো কারণ সিগেলা ব্যাকটেরিয়া। মূলত ৫ বছরের কম বয়সি শিশুরাই এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। তবে ১০ থেকে ১৫ বছর বয়সি শিশুদের মধ্যেও এই রোগের সংক্রমণ দেখা যায়। চিকিৎসক এবং বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার পরেও আজও কোনো উপযুক্ত প্রতিষেধকের সন্ধান পাওয়া যায়নি।কিন্তু কীভাবে এত দ্রুত রোগ ছড়িয়ে পড়ছে, সে-বিষয়ে সঠিক উত্তর দিতে পারছেন না কেউই। যদিও স্বাস্থ্য দফতর এখনও অব্দি এ বিষয়ে কোন মন্তব্য করে নি।