নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : ব্রিটেনে নতুন করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে ভারতে সামান্য বৃদ্ধি পেল আক্রান্তের সংখ্যা ৷ বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে জানা গেছে (Ministry of Health and Family Welfare) ৷ গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৯৫০ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন । মঙ্গলবারের থেকে প্রায় চার হাজার বেশি।
এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯৯ হাজার ৬৬ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৪৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২৬ হাজার ৮৯৫ জন। বর্তমানে মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৮৯ হাজার ২৪০ জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৬৫ শতাংশের বেশি। এখনও পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা ৯৬ লক্ষ ৬৩ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১০ লক্ষ ৯৮ হাজার। এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপের সন্ধান মিললেও, ভারতে এখনো তাঁর অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ নতুন দিল্লীতে সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পল বলেন, বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন প্রয়োজন। তিনি বলেন, এই রূপান্তরিত কোভিড- ১৯ ভাইরাসটি অত্যন্ত সংক্রামক। তবে রূপান্তরের ফলে, রোগের জটিলতা কিংবা মৃত্যুহার বেড়েছে এমন কোন তথ্য নেই। কাজেই, করোনা প্রতিরোধী ভ্যাকসিন তৈরি প্রক্রিয়ার উপর এর কোন নেতিবাচক প্রভাব পড়বে না।