নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জ, ২১ এপ্রিল : ফের দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ভোট পর্বে এ রাজ্যেও করোনার গ্রাফ উর্দ্ধমুখি।
এই পরিস্থিতিতে যখন বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মুখে মাস্ক পড়ার বার্তা দিচ্ছেন তখন কালিয়াগঞ্জ শহরের রাস্তায় দেখা গেলো অন্য চিত্র। শহরের বিবেকানন্দ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মুখে মাস্ক ছাড়া ঘুরতে দেখা গেল অনেককেই। নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়ে শিকেয় উঠেছে করোনা বিধি। বিভিন্ন নির্বাচনী জনসভায় জমায়েত হচ্ছেন মানুষ। মাস্ক পড়তেও দেখা যাচ্ছে না অনেককে। সে কারণেই হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। অপরদিকে নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে স্বাস্থ্যকর্মীরা ভোটের কাজে নিযুক্ত থাকায় ২১, ২২ এবং ২৩ এপ্রিল ৩ দিন হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। এতে করে বহির্বিভাগে চিকিৎসা পরিসেবা ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন রোগীর আত্মীয় পরিজনেরা। পাশাপাশি অন্যদিকে কালিয়াগঞ্জে ৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।