নিউজ ডেস্ক, ২০ অক্টোবর : উৎসবের দিনগুলিতে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরেও। উত্তর দিনাজপুরে শেষ পাওয়া খবরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। এছাড়াও আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক।
এই পরিস্থিতিতে পুজোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও বাজারঘাটে যেভাবে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা অতিমারির জেরে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করেছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, উৎসবে দিনগুলিতে করোনা সংক্রমণ ভয়ঙ্কর চেহারা নেওয়ার আশঙ্কার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। কিন্তু কে শোনে কার কথা। সকাল-সন্ধ্যায় বাজার ঘাটে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরেও ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ১৯ শে অক্টোবর করোনা সংক্রমণ বিষয়ক যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তা থেকে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৬৮। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৭৪ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। ৩৪৭ জন চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পড়া এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যাতে করোনা সংক্রমণে লাগাম টানা যায়।