নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ১৭ সেপ্টেম্বর৷ : একদিকে করোনা আবহ আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ-এই জোড়া আক্রমণের মধ্যেই বৃহস্পতিবার নামো নামো করে পালিত হল কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজো৷ এদিন সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বারোটা পর্যন্ত বৃষ্টির কোনও খবর ছিল না কোথাও। তবে সাড়ে বারোটার পর থেকেই কার্যত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় রায়গঞ্জে৷ তুমুল বৃষ্টিতে পন্ড হয় বিশ্বকর্মা পুজোর আনন্দ।
প্রতিবছরের মতো এবারেও পুজোর আয়োজন করা হয়েছে রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ডে।। আইএনটিটিইউসি পরিচালিত এই বিশ্বকর্মা পুজো প্রতি বছরের করা হয়। থাকে চন্দননগরের আকর্ষণীয় আলোকসজ্জা এবং বড় মাপের পুজো মণ্ডপ৷ কিন্তু এবছর তেমন জাঁকজমক নেই এই বিশ্বকর্মা পুজোতে৷ করোনা ভাইরাসের কারণে বিশ্বকর্মা পুজোর আনন্দ একেবারেই ফিকে হয়ে গিয়েছে। তারওপর নিম্নচাপের কারণে কয়েকদিনের বৃষ্টিতে প্রতিকূল আবহাওয়ায় মন ভালো নেই সাধারণ মানুষের। যেখানে প্রতি বছর বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে শহরে মানুষ জনের হৈ-হুল্লোড় ভিড়বাট্টা লক্ষ্য করা যায়, সেখানে এবছর দর্শকদের উপস্থিতি নগন্য৷
কোনরকমে নামো নামো করে এবছর বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। রায়গঞ্জের বিভিন্ন গ্যারেজের পাশাপাশি যন্ত্রাংশ ও কারিগরি দেবতার পুজোর আয়োজন করা হয় স্বর্ণ জুয়েলার্স প্রতিষ্ঠান এবং বিভিন্ন মোটর কর্মী সংগঠনের পক্ষ থেকেও৷ বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় রায়গঞ্জ কেবল টিভি প্রাইভেট লিমিটেডের দফতরেও৷ সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোর আনন্দ এবছর সেভাবে আর উপভোগ করতে পারলো না আপামোর বাঙালি।