নিউজ ডেস্ক,২৮ইজানুয়ারিঃ দৃশ্য দূষণ রোধে শহরের বিভিন্ন রাস্তায় লাগানো ফ্লেক্স, ফেস্টুন খুলে ফেলছে বালুরঘাট পৌরসভা। খুলে ফেলা হচ্ছে রাজনৈতিক দলের ফ্লেক্স- ফেস্টুনও। তবে বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন খোলা নিয়ে।গত দু’দিন ধরে বালুঘাট শহরের রাস্তায় লাগানো বিভিন্ন ফ্লেক্স ফেস্টুন খোলার কাজ শুরু হয়েছে। গোটা বিষয়টির তদারকি করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী জানান, কংগ্রেসের ভারত জোড়ো আন্দোলন আগামী ৩০ জানুয়ারি শেষ হবে, তার আগেই একতরফা ভাবে তাদের ফ্লেক্স খোলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷ অন্যদিকে জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী অভিযোগ, বিরোধীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করা হয়েছে। রাজনৈতিক দলগুলি তাদের বক্তব্য বা কর্মসূচি ফ্লেক্স এর মাধ্যমে প্রচার করে থাকে। বিরোধীদের, বিশেষ করে বিজেপির ফ্লেক্স খুলে ফেলা হচ্ছে, যাতে প্রচার করতে না পারে। বালুরঘাটে বিরোধী শূন্য দেখানোর পরিকল্পনা শুরু করেছে। তবে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী জানান, দৃশ্য দূষণের কারণে শহরের ফেষ্টুন খোলার কাজ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু বিরোধী দলের নয়, তৃনমূলের ফেষ্টুনও খোলা হয়েছে।
রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন খোলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে
