শশ্মানের মাটি কেটে বিক্রির অভিযোগ, উত্তেজনা এলাকায়

শশ্মানের মাটি কেটে বিক্রির অভিযোগ, উত্তেজনা এলাকায়

নিজস্ব সংবাদদাতা , করণদিঘী :    ট্রাক্টরে করে শশ্মানের মাটি কেটে নিয়ে বিক্রি করার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের আলতাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বেলটুলি আদিবাসী পাড়ায়। ঘটনায় নাম জড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী ডন সিংহের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

ট্রাক্টরে করে শশ্মানের মাটি কেটে নিয়ে বিক্রি করার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের আলতাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বেলটুলি আদিবাসী পাড়ায়। এই এলাকায় একটি আদিবাসী শশ্মান রয়েছে। মাঝে মধ্যেই কে বা কারা শশ্মানের মাটি কেটে নিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি নজরে পড়তেই মাটি কাটার কাজে নিযুক্ত শ্রমিকদের আটক করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ শশ্মানের মাটি কাটার অনুমতি কে দিল তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাদের অভিযোগ, ওই শ্মশানটির দীর্ঘদিন ধরেই সংস্কার হয়নি। বেহাল অবস্থা৷ অথচ এই শশ্মানের মাটি বিক্রি করে মুনাফা লুঠছে কে বা কারা।

আরও পড়ুন : লকডাউনে শুনশান রায়গঞ্জ শহর , দেখুন ভিডিও

এই শশ্মানের ঘাস মাটি ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। এদিকে গ্রামবাসীদের হাতে আটক মাটি কাটার শ্রমিকদের এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা দায় ঠিকাদারের ঘাড়ে চাপিয়ে দেয়। যদিও এর নেপথ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যা প্রভা সিংয়ের স্বামী ডন সিংহ রয়েছে বলে অভিযোগ ওঠে। এবিষয়ে ডন সিংহকে প্রশ্ন করা হলে তিনি বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে শশ্মানে এলে গ্রামবাসীরা তাকে বিক্ষোভ দেখান।

 

আরও পড়ুন :বিরাট অনুষ্কার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি

Next Post

রোগীর পেট কেটে আট কেজির টিউমার বের করলেন চিকিৎসকেরা

Thu Aug 27 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ :   কোভিড পরিস্থিতির মধ্যেই জটিল অস্ত্রপচার করে রোগীর প্রান বাঁচালেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। বৃহস্পতিবার রায়গঞ্জের শক্তিনগর এলাকার বাসিন্দা জ্যোৎস্না মহন্তর অপারেশন করে ওভারী থেকে আটকেজি ওজনের দুটি টিউমার বের করেন হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালে এই ধরনের জটিল অস্ত্রপচার প্রথম বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ […]

আপনার পছন্দের সংবাদ