বংশীহারীর মহাবাড়ি এলাকায় আদিবাসী সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । উত্তেজনা , আহত ১০

বংশীহারীর মহাবাড়ি এলাকায় আদিবাসী সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । উত্তেজনা , আহত ১০

নিজস্ব সংবাদদাতা  , বংশীহারী :  আদিবাসী  সংগঠন ‘ভারত জাকাত মাঝি পরগনা’র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বদল হতেই গন্ডগোলের ঘটনা ঘটলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার মহাবাড়ি এলাকায়। অভিযোগ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষোভে বাবুলাল মুর্মু ও তার অনুগামীরা এসে নতুন কমিটির সভাপতি ও সদস্যদের ওপর চড়াও হয় অস্ত্রশস্ত্র নিয়ে। কুড়ুল, হাসুয়া, লোহার রড, লাঠি ইত্যাদি অস্ত্র দিয়ে মারধরের ঘটনায় কমিটির নতুন সভাপতি আশিস মূর্মু সহ ১০ জন বুনিয়াদপুরের রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধ্বেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন আহতরা। ভারত জাকাত মাঝি পরগনার দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য আহত অরুণ কুমার হাঁসদার অভিযোগ, প্রাক্তন সভাপতি বাবুলাল মুর্মুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় রাজ্য কমিটি তাকে সরিয়ে দেয় সভাপতি পদ থেকে৷ জেলায় আশিস মুর্মুকে নতুন সভাপতি পদে নির্বাচিত করে। কিন্তু সোমবার পুরনো কমিটির কাছে হিসেব চাইলে, এদিন বাবুলাল ও তার অনুগামীরা অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের ওপর। যদিও মোবাইল ফোন বন্ধ থাকায় বাবুলাল মুর্মুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

 

আরও পড়ুন : চিকিৎসকদের তৎপরতায় প্রান বাঁচলো ছোট্ট অনীকের

Next Post

এবারে করোনা আক্রান্ত দেব-এর ম্যানেজার

Tue Aug 25 , 2020
নিউজ ডেস্ক :  মঙ্গলবার জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব -এর ম্যানেজার করােনা আক্রান্ত হলেন। আর এতে করােনা সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে গেলেন দেব। এদিনই তার ম্যানেজারের করােনা টেস্টের রিপাের্ট পজেটিভ আসে । এরপরেই সাংসদ দেব ও তার পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন । আজ দেব ট্যুইট করে এ কথা […]

আপনার পছন্দের সংবাদ