নিউজ ডেস্ক , ১১ জানুয়ারী ২০২৩ : অফিস টাইমে রায়গঞ্জের ব্যস্ততম মোহনবাটি এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বুধবার। এদিন বেলা দশটা নাগাদ এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে।
স্কুল কলেজ ও অফিস যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় অনভিপ্রেত এই ঘটনায় ধুন্ধুমার বেঁধে যায় শহর জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি সরকারী বাসের ধাক্কায় এক বাইক আরোহী গুরুতর জখম হয়। দুর্ঘটনাগ্রস্থ বাইকটি চিড়ে চ্যাপ্টা হয়ে ওই গাড়ির চাকার সঙ্গে জড়িয়ে যায়। জানা গিয়েছে ওই বাইক আরোহী যুবকের এর নাম রুবেল সরকার। তার বাড়ি রায়গঞ্জ ব্লকের কাছিমোহা এলাকায়। সে ব্যাংকের কাজে শহরে এসেছিল। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ঐ বাইক আরোহীকে কোনক্রমে উদ্ধার করে পাশের একটি মন্দির প্রাঙ্গণে নিয়ে যান তারা। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন রায়গঞ্জের মোহনবাটি এলাকার সবুজ সংঘ মন্দিরের সামনের রাস্তায় বালুরঘাটগামী একটি বেসরকারি বাস দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানো নামানো করছিল। এই সময় ডিভাইডারের পাশে অপরিসর রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল ওই যুবক।
সেই সময় পিছন দিক থেকে ওই শিলিগুড়ি গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনার আকস্মিকতায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। অফিস টাইমে এই ঘটনায় রাস্তায় ব্যাপক জ্যামের সৃষ্টি হওয়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে বিকল্প রাস্তা হিসেবে নিশীথ সরনী ও জাতীয় সড়কে হুড়োহুড়ি শুরু করে দেন সাধারণ মানুষ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য সাধন কুমার বর্মন। নিয়ে আসা হয় ক্রেন। এরপরে কোন রকমে দুর্ঘটনার কবলে পড়া বাইকটিকে বের করে আনা হয়।সরিয়ে ফেলা হয় বাসটিকেও ।ঘন্টাখানেক পরে রায়গঞ্জের ব্যস্ততম নেতাজী সুভাষ রোডের যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনা পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষজন সরকারি বাসের চালককে দায়ী করলেও সংস্থার কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই বেসরকারি বাসটি কেন স্টপেজ ছাড়াই রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় যাত্রী ওঠানো নামানো করছিল। ট্রাফিক পুলিশের নজরদারির অভাবের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।