নিউজ ডেস্ক , ১৯ অক্টোবর : লাদাখের ডেমচক এলাকায় ভারতীয় ভূখণ্ড থেকে এক চিনা জওয়ানকে আটক করল ভারতীয় সেনা। তাঁর কাছ থেকে সেনা পরিচয়পত্র ও চিনা নাগরিকত্বের নথি মিলেছে। কী উদ্দেশ্যে বা কাদের সঙ্গে দেখা করতে ওই চিনা জওয়ান ভারতীয় ভূখণ্ডে এসেছিলেন তা খতিয়ে দেখছে সেনার পদস্থ আধিকারিকেরা।
সূত্রে খবর, সোমবার লাদাখের ডেমচক এলাকা থেকে চিনের ওই জওয়ানকে আটক করে ভারতীয় সেনা। তাঁর কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে তা থেকে জানা গেছে, চিনের সাংঝিয়ান প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি চিনের করপোরাল ব়্যাঙ্কের আধিকারিক। মূলত সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্র মেরামতি করেন তিনি। কী উদ্দেশ্যে ওই জওয়ান ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন, তা খতিয়ে দেখছে ভারতীয় জওয়ানরা। তবে সরকারি নিয়ম পালনের পর তাঁকে লালফৌজের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য লাদাখ সীমান্তে সংঘাতের পর লালফৌজের নজরদারি ও তৎপরতা বৃদ্ধি পেয়েছে ভারতের ওপর। সেদিক থেকে ভারতীয় সেনা যথেষ্ট সতর্ক তা বলার অপেক্ষা রাখে না।