নিউজ ডেস্ক, ০৩ নভেম্বর : ভারতের সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশের গা ঘেঁষে রেল লাইন তৈরির পরিকল্পনা নিল চীন। দক্ষিণ পশ্চিম চীনের ইয়ান প্রদেশের সঙ্গে অরুণাচল সীমান্তের কাছেই তিব্বতের লিনঝির সংযোগকারী সিচুয়ান-তিব্বত রেল প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।
এই রেলপথটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইয়ান থেকে শুরু হয়ে তিব্বতের লিনঝি অবধি বিস্তৃত হবে। চীনের এটি কৌশলগত খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই লাইনটি তৈরির ফলে অরুণাচল প্রদেশের প্রায় সীমান্ত অবধি প্রবেশ করতে চলেছে চীন। গত শনিবার চীনা রেল এই রুটে দুটি টানেল এবং একটি সেতু নির্মাণের টেন্ডার ঘোষণা করেছে। এই পদক্ষেপগুলিই ইঙ্গিত দিচ্ছে যে, সিচুয়ান-তিব্বত রেলপথ সিচুয়ানের রাজধানী চেঙ্গদু থেকে শুরু হবে। এই রেলপথটি তৈরির পরে লাসা অবধি যেতে ৪৮ ঘন্টার বদলে সময় লাগবে মাত্র ১৩ ঘন্টা। উল্লেখ্য , সিচুয়ান-তিব্বত রেলপথ অরুণাচল প্রদেশের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে তাদের অংশ হিসাবে বিবেচনা করে। কিন্তু ভারত চীনের এই দাবির বরাবরই তীব্র বিরোধিতা করে জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতেরই একটি অঙ্গরাজ্য।