সংক্রমণের ভয়ে অস্থায়ী জলাধার বানিয়ে ছট পূজা রায়গঞ্জে

সংক্রমণের ভয়ে অস্থায়ী জলাধার বানিয়ে ছট পূজা রায়গঞ্জে

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ নভেম্বর :   করোনা সংক্রমনের জেরে এবছর নদীতে নয়, বাড়ির ছাদে এবং স্থানীয় এলাকাতেই অস্থায়ী চৌবাচ্চা বানিয়ে ছট পুজো সারলেন রায়গঞ্জের বেশকিছু পরিবারের ছটব্রতীরা। নদী থেকে সেই চৌবাচ্চা গুলিতে জল ভর্তি করে ছট পুজোর ডালা সাজিয়ে পুজো সারলেন তারা। তাঁদের বক্তব্য, প্রতিবছরই নদী ঘাটে গিয়ে ছট মায়ের আরাধনা করা হয় হয়।

কিন্তু প্রচুর মানুষের সমাগম হওয়ার কারণে এ বছর তা অত্যন্ত বিপজ্জনক হয়ে যেতে পারে তাই স্বাস্থ্যবিধিকে মেনে সামাজিক দূরত্বকে বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নদীর ঘাটে গিয়ে পুজো করার পরিবর্তে বাড়িতেই ছট পুজো করলেন তারা। কলা গাছ লাগিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়ির ছাদ। এদিন ছটব্রতীরা বলেন, সূর্যাস্ত এবং পরে সূর্যোদয়ে পুজো দিয়ে শেষ হয় ছট পুজো। তাই এই কঠিন সময়ে এই প্রক্রিয়াতেই পূজো সেরে আমরা করোনামুক্ত পৃথিবীর কামনা করছি ছট মায়ের কাছে।

Next Post

ভারতীয় স্টেট ব্যাংকে দারুন চাকরির সুযোগ, করুন আবেদন

Sat Nov 21 , 2020
নিউজ ডেস্ক, ২১ নভেম্বর :   বর্তমানে সরকারি চাকরির বাজার খুবই সীমিত। একজন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলে প্রচুর আবেদনপত্র জমা পড়ে। ফলে সরকারি চাকরির সংকটের মাঝে কর্মপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় স্টেট ব্যাংক কর্তৃপক্ষ। জানা গেছে ৮৫০০ জন শিক্ষানবিশ কর্মী নিয়োগ করতে চলেছে তারা। এই জন্য বিজ্ঞপ্তিও জারি করেছে […]

আপনার পছন্দের সংবাদ