ডিজিটাল ডেস্ক : ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) নিয়ে বিতর্কিত quote লিখলেন বলিউড অভিনেত্রী কৃতি সেনন (Kriti Senan)। অন্যকে ন্যায়বিচার দেওয়ার ইস্যুতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে রাজনীতি করার ইঙ্গিত আছে এই পোষ্টে। তিনি বলেছিলেন যে এই ইস্যুটি এখন কেবল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নয়, অন্যান্যদের সুবিধা পাওয়ার পথ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য ১৪ ই জুন সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক ভাবে মৃত্যু হয়। তার ঘর থেকেই উদ্ধার হয় মৃতদেহ। তদন্তে মুম্বাই পুলিশ প্রাথমিক ভাবে আত্মহত্যার কথা বললেও প্রয়াত অভিনেতার পরিবার ও তার অসংখ্য গুণমুগ্ধদের দাবীতে তদন্তভার বর্তায় সি বি আই(CBI)- এর ওপর। যদিও টানা তদন্তের পরও এটি খুন কিনা সে নিয়ে কোনো রিপোর্ট পাশ করতে পারেনি সিবিআই। যদিও এন সি বি-র (NCB) তদন্তে বহু সেলিব্রিটিরা জেরার মুখে। তদন্ত করা হচ্ছে ২০১৯ এ করণজোহরের বাড়িতে হওয়া পার্টিতে মদ্যপ ও নেশায় বিভোর সেলেবদের ভাইরাল ছবি নিয়েও। যদিও এসবের মধ্যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য কিনারা হয়নি। বরং ভাগ হয়ে গেছে বলিউড ইন্ডাস্ট্রি।
ন্যায় পাওয়া ও প্রকৃত কারনের সন্ধান নিয়ে বলিউডকে দোষারোপ করা বা না করার টানাপোড়েনে বিভক্ত খোদ সেলেবরাই। এরই মাঝে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ” রাবতা” ছবির সহ অভিনেত্রী তথা ঘনিষ্ঠ বান্ধবীর এই পোষ্টটি প্রমাণ করে এই টালমাটাল পরিস্থিতি সুশান্ত সিং রাজপুতের পরিবার, বন্ধু ও গুণমুগ্ধদের কতটা বীতশ্রদ্ধ করছে। কৃত্তি সেনন একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “তারা তোমার জন্য লড়াই শুরু করেছিলো, এখন তারা নিজেদের মধ্যে লড়াই করছে। এটি এমন একটা কঠিন মুহুর্ত যা থামানো যায় না। এই বিষয়টি আর তোমার জন্য নেই। তাদের হয়ে গেছে, হয়ত কোনোদিনও তোমার জন্য ছিলোই না। “এই পোস্টের নীচে কৃতি নিজের নাম লিখেছেন। এই পোস্টটি 4 লক্ষাধিক লাইক পেয়েছে। এই পোস্টটি পছন্দ করেছেন অনেক সেলেবরাও।
https://www.instagram.com/p/CFPZicNggMb/?utm_source=ig_web_button_share_sheet