নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০৮ মার্চ : ঘোষণা হয়েছে নির্বাচনের দিনলিপি। ভোট প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। মোট আট দফায় হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচন। আগামী ২২শে এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভার ভোট।
নির্বাচন উপলক্ষ্যে নতুন ভোটারদের ইলেকট্রিক ভোটিং মেশিন (EVM) ও ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্রায়াল (VVPAT) এর ব্যবহার জানাতে এবং সচেতনতা বৃদ্ধি করতে হেমতাবাদ ব্লক প্রশাসনের পক্ষ থেকে শিবির অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায়। সোমবার প্রতীকী ইভিএম ও ভিভিপ্যাট এর ব্যবহার দেখানো হয়। পাশাপাশি ভোটারদের ভোটদান নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা৷ আগামীতেও ভোটারদের ভোট দানে আগ্রহ বাড়াতে একাধিক সচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।